ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লুকানো টাকা ব্যাংকে জমা হওয়া ফলে বেড়েছে কোটিপতির সংখ্যা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার ফলে দেশে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বৃদ্ধির ট্রেন্ড দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে কোটিপতির অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ৭৩৪টি। অর্থ উপদেষ্টা মনে করেন, এই বৃদ্ধি মূলত বাড়িতে লুকানো টাকা ব্যাংকে জমা দেওয়ার ফল।

গত রবিবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এছাড়া, তিন মাসে ব্যাংক আমানতও বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন ইঙ্গিত প্রদান করছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাব সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি, যা সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি।

জুন শেষে ব্যাংক আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকায় পৌঁছেছে।

তবে, কোটিপতি হিসাবের পরিমাণে কিছুটা হ্রাস দেখা গেছে। জুনে কোটি টাকার হিসাবগুলোর পরিমাণ ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে কোটিপতি আমানতকারী ছিল মাত্র ৫ জন, যা পরবর্তীতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ২০২৪ সালে দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৩৬২টি।

সংবাদটি শেয়ার করুন