প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) শিক্ষার্থী তানজিলা আক্তার।
নীলফামারী জেলার সৈয়দপুরের তৈয়ব আলী সরকার মাতা ফেরদৌসী বেগমেরের কনিষ্ঠ মেধাবী সন্তান তানজিলার ভালো ফলাফলের পেছনের গল্পটা বেশ অনেক ভালো। প্রথমে তার এস.এস.সি. ও এইচ এস. সি রেজাল্ট- জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে বড় অর্জন।
তিনি বলেন, অর্থনীতি নিয়ে পড়তে চাওয়ার ইচ্ছে আর এই বিষয়ের প্রতি শ্রদ্ধাই এমন ফলাফল দিয়েছে আমাকে। সবসময় বই আমাকে পড়ার টেবিলে টানতো , আর এটাই ভালো ফলাফলের ফর্মূলা।
জুনিয়রদের জন্য আমি বলব যে, সব সময় আপনারা নিজেদের কাজকে সম্মান দিবেন, যে বিষয় নিয়ে পড়ছেন তাকে ভালবাসতে শিখুন, পরিশ্রম করে যান। দিনশেষে এমন পদকের জন্য আপনারা ও মনোনীত হবেন।
তবে অনুপ্রেরণা যুগিয়ে আজকের এই জায়গায় এনেছে আমার বাবা-মা, ভাইয়া, বড় আপু,দুলাভাই বেস্ট কিছু বন্ধুবান্ধব তারা সব সময় আমাকে সাহস ও প্রেরণা দিয়েছেন। তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ।
আনন্দবাজার/শাহী