ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শীতকালীন ছুটি পাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়গুলো

শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। গত ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ বিদ্যালয়েই নির্ধারিত পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কয়েকটি দিন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা এক অফিস আদেশে জানানো হয়, যেসব স্কুলে বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করা যায়নি, সেইসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি বাতিল থাকবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার ছুটি বহাল থাকবে অর্থাৎ মোট তিন দিন অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, বাতিল হওয়া ছুটির দিনগুলোতে বাকি পরীক্ষাগুলো নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১১ ডিসেম্বর থেকেই শুরু হওয়ার কথা ছিল শীতকালীন ছুটি। কিন্তু পরীক্ষায় বিঘ্ন ঘটায় সেই ছুটি স্থগিত করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন