ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত-গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং দ্রুত, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইইউ দ্রুত আসন্ন নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে আগ্রহী। বৈঠকে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করার উপায়, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইইউ’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রাখে না এবং রাজনৈতিক অস্থিরতা ও উগ্রবাদের সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য। দলটি কোনো সংঘর্ষমুখী পরিবেশ চাইছে না, বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন