নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো উপদেষ্টা পদে বা সরকারের অন্য কোনো পদে থাকা ব্যক্তি ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া তারা নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না।
ইসি বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ ভোটে অংশ নিতে পারবে না। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারের পদে থাকা অবস্থায় কেউ প্রচার করতে পারবে না, এবং প্রচার না করলে প্রার্থী হওয়া সম্ভব নয়।”
তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণা শিগগিরই হবে। তফসিল ঘোষণার পর আসন বিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের প্রজ্ঞাপন, ২০টির মতো পরিপত্র, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল ও আইন-শৃঙ্খলা সেল গঠনসহ সব কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পর সকল প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পাবেন। চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো স্থগিত বা নিষিদ্ধ দলের প্রতীক থাকবে না।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার দিন সকল বিষয় চূড়ান্ত হবে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে।




