ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করলো জাতীয় ঐকমত্য কমিশন

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আজ  ৮ খণ্ডে বিভক্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে রয়েছে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল এবং জোটগুলোর মতামত, আলোচনা প্রক্রিয়ার সারাংশ, কমিশনের অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র এবং জনমত জরিপের ফলাফল। কমিশনের প্রতিবেদনের প্রতিটি খণ্ড এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যেখানে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো বিস্তারিতভাবে সংরক্ষিত রয়েছে।

প্রতিবেদনের পুরো তালিকা পাওয়া যাবে জাতীয় ঐকমত্য কমিশনের ওয়েবসাইটে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন ছাড়াও, ১১টি সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোও প্রকাশিত হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গত বছর অক্টোবর থেকে বিভিন্ন সময়ে সংস্কার কমিশনগুলো গঠন করে। প্রথম ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি, অধ্যাপক আলী রিয়াজকে সহ সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এর কার্যক্রম শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর গত ৩১ জুলাই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ। ১৭ অক্টোবর রাজনৈতিক দলের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সনদটি স্বাক্ষরিত হয়।

সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে। এর মাধ্যমে, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন