রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, বর্তমানে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই তিনি। এই কারণে তার লন্ডন যাত্রা আপাতত স্থগিত রয়েছে। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল দুই দফা পিছিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় প্রতিদিনই অ্যাডভান্স চিকিৎসা প্রয়োগ করা হচ্ছে। তবে একাধিক জটিলতা থাকায় একটি সমস্যা কেটে গেলে আরেকটি নতুন সমস্যা দেখা দেয়।
লিভারের পুরোনো সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও কিডনিতে উদ্বেগ রয়েছে। বোর্ডের মতে, তার বয়স এবং মাল্টিপল ডিজিসের কারণে উন্নতি ধীরগতিতে হচ্ছে এবং বিদেশে নেওয়া এখনও নিরাপদ নয়। প্রতিদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসার তদারকিতে হূদেরাগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের এক ডজন চিকিৎসক এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
দেশে অবস্থানরত তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান চিকিৎসার সমন্বয় করছেন এবং দিনের বেশির ভাগ সময় হাসপাতালেই থাকছেন।
এদিকে, লন্ডন যাত্রার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না। অপারেটরের আবেদনের কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের অনুমোদিত স্লট বাতিল করেছে। খালেদা জিয়ার বিদেশ যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এবং তা নেবে তার চিকিৎসক দল।




