চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম ওরফে ডিউককে দীর্ঘদিনের অনুসন্ধান শেষে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৮ ডিসেম্বর) নগরের বন্দর থানার বরখান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ডিউক দক্ষিণ মধ্যম হালিশহরের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব জানায়, ২০১৮ সালের ২৬ মার্চ চট্টগ্রাম মহানগরের সল্টগোলা ক্রসিংয়ে মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পূর্ববিরোধের জেরে হামলাকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে মহিউদ্দিনের ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত মহিউদ্দিনের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনুল আলম ওরফে ডিউককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।




