শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে সংগঠিত কয়েক হাজার মানুষ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে শুরু হওয়া এ অবরোধে ওয়ারী, গেন্ডারিয়া থেকে শুরু করে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ মানুষ শাহবাগে সমবেত হতে থাকে। ফলে মুহূর্তেই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, পিন্টু হত্যার বিচার নিশ্চিত করতে তারা এই কঠোর কর্মসূচি দিয়েছিলেন। তার দাবি, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হলে আইজিপিকে দ্রুত অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাহবাগ বর্তমানে পুরোপুরি ব্লকড। পিন্টু স্মৃতি সংসদের বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।”
এর আগে রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী, সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা দাবি করেন, তার স্বামীকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে।
তিনি আরও বলেন, পিলখানা হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে যেসব পুলিশ কর্মকর্তার নাম এসেছে, তাদের মধ্যে আইজিপি বাহারুল আলমের সংশ্লিষ্টতা থাকায় তাকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
কল্পনা অভিযোগ করেন, আদালতের চিকিৎসার নির্দেশ অমান্য করে পিন্টুকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নির্যাতনের কারণে তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং থেরাপির জন্য আদালতের আদেশ থাকা সত্ত্বেও তা কার্যকর করা হয়নি। তার দাবি—স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে স্পষ্ট হয়েছে।




