ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে দুর্নীতির তথ্য অনুসন্ধানে গিয়ে হামলার মুখোমুখি সাংবাদিকরা 

সাভার সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তদন্তে গেলে কয়েকজন সাংবাদিককে চেয়ার উঁচু করে মারধরের হুমকি এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিন কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে বিষয়টি স্থানীয় সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের সুগন্ধা হাউজিং এলাকায় অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সাভার মডেল থানার ওসি আরমান আলী এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ অনুযায়ী, ঘুষ–দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করতে দেশ টিভির সাংবাদিক ইমন, বিজয় টিভির সাংবাদিক শরীফ শেখ, জাহিদুল ইসলামসহ কয়েকজন ওই অফিসে প্রবেশ করেন। এসময় অফিসে থাকা কয়েকজন দালাল তাদের ক্যামেরা কেড়ে নিতে উদ্যত হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পেশকার মো. শফিক সাংবাদিকদের দিকে চেয়ার তুলে মারধরের হুমকি দেন।

হুমকির শিকার সাংবাদিক ইমন জানান, দীর্ঘদিন ধরে অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্তে গেলে প্রভাবশালী দালালচক্র প্রথমে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে এবং পরবর্তীতে কর্মকর্তারাও হুমকিতে জড়িয়ে পড়েন।

আরেক সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অফিসটি পুনরায় কার্যক্রম শুরু করেছে। কিন্তু পুনরায় দুর্নীতির অভিযোগ ওঠায় তারা তথ্য অনুসন্ধানে যান। তখন পেশকার শফিক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সাইফুল ইসলাম এবং সহকারী সেটেলমেন্ট অফিসার সোহেল বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখান।

তবে অভিযোগ অস্বীকার করে পেশকার শফিক দাবি করেন, তিনি কোনো প্রকার দুর্ব্যবহার করেননি। বরং তিনি ওপেন হার্ট সার্জারি করা রোগী, সাংবাদিকরাই নাকি তাকে টানাহেঁচড়া করেছেন।

ওসি আকরাম আলী বলেন, অভিযোগ পাওয়া গেছে, পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন