ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নাম পেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ হবে বলে জানান। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

এ সময় প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, রোকেয়া সমাজকে সঙ্গে নিয়েই কাজ করেছেন এবং শত বছর আগেই নারীদের শিক্ষিত করে স্বনির্ভর করার গুরুত্ব তুলে ধরেছিলেন। কিন্তু আজও সেই শিক্ষা পুরোপুরি গ্রহণ করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের নেতৃত্ব আজকের নারীসমাজকে ভিন্ন মাত্রা দিয়েছে। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

নারীরা শুধু নিজেদের নয়, পুরো সমাজকে উজ্জীবিত করার শক্তি রাখে। তাই নারীদের অগ্রাধিকার ও মর্যাদা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন