ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনের গুজব খণ্ডন করলো ওপেনএআই

সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত হবে কি না তা নিয়ে প্রযুক্তি মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশট ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এই বিষয়টি নিয়ে ওপেনএআই মুখ খুলেছে এবং জানিয়েছে, এসব গুজবের কোনো ভিত্তি নেই।

ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং চ্যাটজিপিটি অ্যাপের প্রধান নিক টার্লি স্পষ্টভাবে জানিয়েছেন, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যোগ করার কোনো পরিকল্পনা, পরীক্ষা বা প্রস্তুতি নেই। বরং কোম্পানি অ্যাপের সাজেশন অংশে ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার দিকে কাজ করছে। বিজ্ঞাপনের মতো প্রদর্শিত স্ক্রিনশটগুলো ভুল বোঝাবুঝি বা ভুয়া, এবং কোনো লাইভ টেস্টিং প্ল্যাটফর্মে চালানো হয়নি।

ভবিষ্যতে বিজ্ঞাপন সংযোজনের সম্ভাবনার বিষয়ে নিক টার্লি জানিয়েছেন, যদি কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জানানো হবে এবং ব্যবহারকারীর স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাবে। এক ডেভেলপার অ্যান্ড্রয়েড অ্যাপে বিজ্ঞাপন সম্পর্কিত কোড দেখার দাবি করলেও ওপেনএআই তা খণ্ডন করেছে। এছাড়া প্রতিষ্ঠান জানিয়েছে, সাজেশন সেকশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাতে ব্যবহারকারীরা ভবিষ্যতে আরও কাস্টমাইজ করার সুবিধা পান।

গুগলের নতুন জেমিনি থ্রি মডেল উন্মোচনের পর, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, নতুন ফিচার প্রকাশ বন্ধ রেখে চ্যাটজিপিটির ব্যবহার অভিজ্ঞতা উন্নত করাই হবে প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন