ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের ইশতেহার গঠনে অনলাইনে মতামত নেবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার তার দলীয় ইশতেহার তৈরিতে সরাসরি জনগণের মতামত নেবে। দলটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের পরামর্শ সংগ্রহ করবে, যা ভবিষ্যতের নির্বাচনী ইশতেহারের নীতিমালা ও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, “আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী।

তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানিয়েছেন, জনমতের সহায়তায় ইশতেহার তৈরি করার জন্য ‘জনতার ইশতেহার’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে। এই প্ল্যাটফর্মে সাধারণ মানুষ তাদের পরামর্শ, প্রস্তাবনা ও মতামত জমা দিতে পারবেন, যা জামায়াতে ইসলামী দলের নীতিনির্ধারকরা বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে চূড়ান্ত দলীয় ইশতেহার প্রণয়ন করবেন।

দলটির এ উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা গণমুখী ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে মূল্যায়ন করেছেন।

জামায়াতের এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী ইশতেহার আরও জনগণের প্রত্যাশা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং নির্বাচনী পরিবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে।

সংবাদটি শেয়ার করুন