প্রজাতন্ত্রের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ৩১ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের বদলি করা নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। উল্লেখ্য, এই তারিখের মধ্যে যদি কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান না করেন, তবে তার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যদি বদলি করা কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, তবে তাঁকে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। এ নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।




