ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ বহাল, রিট বাতিল করল হাইকোর্ট

পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে একীভূত করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে দাখিল করা একটি রিট আবেদন আজ সোমবার আদালত সরাসরি খারিজ করে দেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলাম এই আবেদনটি করেছিলেন। তাঁর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষের হয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ আবেদনটির বিরোধিতা করেন।

রিটকারী পক্ষের আইনজীবী জানান, আদালত খারিজকৃত রিটের বিষয়ে মত প্রকাশ করে বলেছেন যে ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স, ২০২৫–এ একীভূতকরণের সময় শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার কোনো বিধান নেই। ফলে সরকারের নেওয়া একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর থাকবে। তিনি আরও বলেন, তাঁর মক্কেল উচ্চ আদালতে আপিল করবেন কি না—এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেননি।

গত ১৮ নভেম্বর শহীদুল ইসলাম এই রিট আবেদন জমা দেন, যেখানে প্রশ্ন তোলা হয় কেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের বিদ্যমান শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করা হবে না।

এর আগে, গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার এই পাঁচ তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের একীভূতকরণ অনুমোদন দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংকের সম্পদ ও দায় রাষ্ট্রায়ত্ত বৃহৎ ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত হবে। একীভূতকরণের আগে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের সম্পদের মূল্য নেতিবাচক হয়ে যাওয়ায় তারা নতুন প্রতিষ্ঠানে কোনো শেয়ার বরাদ্দ পাবেন না।

সংবাদটি শেয়ার করুন