ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানল / অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ব্যাপক ক্ষতি: দমকলকর্মীর মৃ’ত্যু, প্রায় ৪ লাখ মানুষ বিপদে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের সময় এক দমকলকর্মী নিহত হয়েছেন। মিড নর্থ, সেন্ট্রাল কোস্ট এবং তাসমানিয়া দ্বীপরাজ্যে দাবানলের তাণ্ডবে অন্তত ৩৫টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিপদে পড়েছেন।

পাশের দেশ নিউজিল্যান্ডের টোঙ্গারিরো ন্যাশনাল পার্কের কাছে নতুন আগুন ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল পার্কের দাবানল নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টার এবং বহু দমকলকর্মী তৎপর রয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ১১০ হেক্টর এলাকা আগুনে আক্রান্ত হয়েছে।

গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার কারণে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনে দেশের বিভিন্ন শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দাবানলের তাণ্ডবের কারণে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ জানিয়েছে, সিডনির প্রায় ২০০ কিলোমিটার উত্তরে বুলাহডেলা শহরের কাছে জরুরি সেবা কর্মীরা পৌঁছালে ৫৯ বছর বয়সি দমকলকর্মীর মৃতদেহ গাছের নিচে চাপা পড়ে পাওয়া যায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনায় মর্মাহত হয়ে বলেন, “জরুরি সেবা কর্মীরা প্রতিদিন যে ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষা দেন, এটি সেই ত্যাগের করুণ স্মৃতি।”

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্য দিয়ে চলা ট্রেনলাইনও বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির গ্রীষ্মকালে চরম তাপদাহের কারণে এ বছর দাবানলের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন