ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবরি মসজিদে দুই দিনে ১১ দানবাক্স ভর্তি

কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের আহ্বানে বাবরি মসজিদ নির্মাণের জন্য বিশাল পরিমাণ দান জমা পড়ছে। বেলডাঙার সভাস্থলে রাখা ১১টি স্টিলের বড় দানবাক্স মাত্র দুই দিনেই পূর্ণ হয়ে যায়। রবিবার রাতে বিশেষ মেশিনের সাহায্যে টাকা গণনা শুরু হলে চারটি বাক্স ও একটি বস্তা থেকে মোট ৩৭ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া যায়। শুধু নগদ নয়, কিউআর কোড স্ক্যান করে অনলাইনেও এসেছে প্রায় ৯৩ লাখ রুপি।

৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই দানের এই স্রোত শুরু হয়। ওই দিনের সভায় প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে ‘শাহী বিরিয়ানি’র আয়োজনসহ ১১টি দানবাক্স রাখা হয়েছিল। হুমায়ুন কবির দাবি করেন, মানুষ ‘মন খুলে দান করছেন’ এবং মোট দান কয়েক কোটি রুপিতে পৌঁছাতে পারে।

রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত টাকা গোনার কাজ চলে, আর সোমবার বিকেল ৫টা থেকে বাকি সাতটি বাক্স খোলা হবে। আগের দিনের মতোই ৩০ জন লোক গণনার দায়িত্বে থাকবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

হুমায়ুনের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, দানের পরিমাণ তাদের ধারণার তুলনায় অনেক বেশি এবং বিদেশ থেকেও অর্থ এসেছে। বিপুল টাকার নিরাপত্তায় আলাদা ঘর তৈরি, সিসিটিভি বসানো এবং প্রয়োজনে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে। ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে নিরাপদে অর্থ জমা দেওয়ার জন্য।

এদিকে, মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের এক সভায় হুমায়ুন গেলে সেদিনই তাকে দল থেকে বরখাস্ত করা হয়। ক্ষুব্ধ হুমায়ুন জানিয়ে দেন, তিনি ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন এবং বেলডাঙায় মসজিদ নির্মাণের কাজ তিনি যেকোনোভাবেই সম্পন্ন করবেন। তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫টি আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন