রাজধানীর মোহাম্মদপুরে এক ভয়াবহ ঘটনায় মা-মেয়ে দুজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাসার চার দিন আগে কাজ করা গৃহকর্মীকে নজরে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই গৃহকর্মী আয়েশা নামে পরিচয় দিয়েছিলেন এবং হত্যার পর মেয়ের স্কুলের পোশাক পরে বাসা থেকে পালিয়ে যান। ঘটনার পর বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে শাহজাহান রোডের ওই বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নাফিসার বাবা, এম জেড আজিজুল ইসলাম, উত্তরার সানবিমস স্কুলের ফিজিক্স শিক্ষক।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সকাল ৭টায় নাফিসার বাবা স্কুলে যান। পরে সকাল ৯টা ৩৬ মিনিটে আয়েশা স্কুলের পোশাক ও ব্যাগ পরে বাসা থেকে বের হন। বেলা ১১টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “আমাদের বাসায় একজন গৃহকর্মী দরকার ছিল। চার দিন আগে আয়েশা নামে এক বোরকা পরিহিত মেয়ে দরজায় হাজির হয় এবং আমরা তাকে কাজে রাখি।”
পরিবারের বর্ণনা অনুযায়ী, আয়েশার বয়স আনুমানিক ২০ বছর। তার গ্রামের বাড়ি রংপুর এবং জেনেভা ক্যাম্পে চাচা-চাচির সঙ্গে থাকে। বাবা-মা আগুনে মারা গেছেন। হত্যার দিন পর্যন্ত সে নিয়মিত কাজে হাজির ছিল।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে তারা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে রক্তের দাগ, ভাঙচুর করা জিনিসপত্র ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, হত্যাকারী হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসা থেকে পালিয়ে গেছে এবং প্রাথমিক তথ্য যাচাই-বাছাই চলছে।




