জুলাই শহীদ, আহত এবং তাদের পরিবারকে দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সহায়তার উদ্দেশ্যে আয়োজিত ‘মেইন স্টেইজ শো–২০২৫’ কনসার্টে গান গাইতে ১৩ ডিসেম্বর ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘স্পিরিটস অব জুলাই’ এবং দেশের অন্যতম লাইভ–এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‘মেইন স্টেইজ’ যৌথভাবে এই আয়োজন করছে।
সোমবার (৮ ডিসেম্বর) স্পিরিটস অব জুলাই-এর সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী (জাফর সাদিক) এক বিবৃতিতে জানান, জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের সামনে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্যেই এই কনসার্ট। তিনি বলেন, এর আগে তারা ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিলেন, যেখানে আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিভিন্ন জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে তরুণদের কাছে বছরের অন্যতম প্রতীক্ষিত এই কনসার্ট ‘মেইন স্টেইজ শো–২০২৫’। এতে প্রধান আকর্ষণ থাকছেন আতিফ আসলাম। পাশাপাশি ফুয়াদ, নেমেসিসসহ জনপ্রিয় দেশীয় শিল্পীরাও পারফর্ম করবেন।
কনসার্টটি ১৩ ডিসেম্বর (শনিবার) পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মোট আয়ের ৪০ শতাংশ এবারও প্রদান করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-কে, যা শহীদ, আহত এবং তাদের পরিবারকে স্থায়ী পুনর্বাসনে ব্যয় হবে।




