২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে। আর ড্র অনুযায়ী প্রথম ম্যাচেই আফ্রিকান প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে শিরোপাধারী আর্জেন্টিনা মাঠে নামবে। এভাবেই শুরু হবে লিওনেল মেসিদের নতুন বিশ্বকাপ অভিযান।
ফুটবলভক্তদের আগ্রহ তুঙ্গে, কারণ বিশ্বকাপের ১৯তম ম্যাচে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা মুখোমুখি হবে আলজেরিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির বিখ্যাত আরোহেড স্টেডিয়ামে।
ম্যাচ সূচি
ম্যাচ: গ্রুপ জে, ম্যাচ ১৯- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
তারিখ: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার
ভেন্যু: আরোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ
ড্র অনুসারে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপে রয়েছে-
অস্ট্রিয়া
আলজেরিয়া
জর্ডান
ফুটবল বিশ্লেষকদের মতে, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডানকে নিয়ে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
টিকিট আপডেট
মেসির ম্যাচ দেখার জন্য ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে তীব্র চাহিদা তৈরি হয়েছে। ১৬ জুন আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচের জন্য বিভিন্ন নিরাপদ প্ল্যাটফর্মে বর্তমানে ৪২৪টি টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। ভক্তরা এখন থেকেই নির্ভরযোগ্য সাইটগুলোতে দাম তুলনা করে টিকিট কিনতে পারবেন।
আর্জেন্টিনার বাকি ম্যাচগুলো
২২ জুন- বনাম অস্ট্রিয়া
২৭ জুন- বনাম জর্ডান
টিকিট কিনবেন যেভাবে
যারা ম্যাচটি দেখার টিকিট কিনতে চান, তারা এখানে ক্লিক করে (লিংক নির্দেশিত স্থানে) টিকিট ক্রয় করতে পারবেন।




