ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাকাণ্ড বন্ধের কোনো ম্যাজিক নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে চলমান হত্যাকাণ্ড বন্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, তার কাছে এমন কোনো ম্যাজিক নেই যা সুইচের মতো অন-অফ করে হত্যাকাণ্ড বন্ধ করতে পারে।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাল্লাহ্ ভালো চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। তিনি যোগ করেন, সুষ্ঠু, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার মূল অংশ হচ্ছে প্রশিক্ষণ।

তিনি জানান, নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে বডি অন ক্যামেরা বসানো হচ্ছে এবং ভোটের সময় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কারণ এবারের ভোটগ্রহণ সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলবে এবং গণনার সময় সন্ধ্যা হয়ে যেতে পারে।

রংপুরে রবিবার একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যার ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে যেসব ঘটনা ঘটছে তা অস্বীকার করা যাবে না, এবং বন্ধ করা যাবে কি না সে বিষয়ে কোনো ম্যাজিক নেই।

যে প্রশ্ন তফশিলের পর সকল রাজনৈতিক দল সমানভাবে প্রচারণা করতে পারবে কি না তা নিয়ে আসে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছে এবং নির্বাচন পরিচালনার জন্য সব বাহিনী প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন