সরকারের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা দেশের বাজারে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। যদিও কয়েক দিন আগেই লিটারপ্রতি সয়াবিন তেলের ৯ টাকা মূল্যবৃদ্ধির প্রস্তাব সরকার প্রত্যাহার করে দিয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ছে ৬ টাকা এবং খোলা সয়াবিনের দাম বাড়ছে ৭ টাকা। পাম তেলের ক্ষেত্রে বাড়তি মূল্য লিটারপ্রতি ১৬ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে বাড়ানো হয়েছে ৩৩ টাকা।
রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যসূচি ঘোষণা করে।
নতুন নির্ধারিত দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।




