ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি হয়রানি কমাতে আসছে নতুন অ্যাপ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা শুরু করতে গেলে উদ্যোক্তারা সরকারি অফিসে হয়রানির শিকার হন। তিনি জানান, আগামী বছরে এই সমস্যা কমাতে একটি ‘অ্যাপ’ চালু করা হবে, যার মাধ্যমে ব্যবসায়ীরা সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। রবিবার (৭ ডিসেম্বর) সাত দিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা ও বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানানো হয়। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং এতে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার বর্তমানে ১৫ শতাংশ, যা মূলত মূল্যস্ফীতির কারণে। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়, যা পরিচালন ব্যয় বাড়ায়। এছাড়া, এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রমও চালু হচ্ছে, যদিও তা পরিচালনা জটিল।

বক্তারা আরও উল্লেখ করেন, নির্বাচনের কারণে বিভিন্ন খাত স্থবির এবং ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য প্রায় দেড় লাখ কোটি টাকা রয়েছে। চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে। এছাড়া, রপ্তানির জন্য বন্ডেড ওয়ারহাউসের প্রয়োজনীয়তা সহজ করার দাবি জানান উদ্যোক্তারা, যাতে এসএমই খাতের কার্যক্রম আরও সহনীয় হয়।

সংবাদটি শেয়ার করুন