ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের খালেদা জিয়ার পাশে এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। রবিবার বিকেলে হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবর জানানো হয়েছে।

ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকে তিনি বাবার বাড়ি ও হাসপাতালে নিয়মিত যাতায়াত করছেন। রাতের বেলায় পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউর চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। সোমবার সকালেও হাসপাতালে পৌঁছান তিনি।

বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা পরিচালনা করছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড। এই বোর্ডের সদস্য হিসেবেও রয়েছেন ডা. জুবাইদা রহমান। চিকিৎসকরা শাশুড়ির স্বাস্থ্যের প্রতি নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সমন্বয় করছেন।

ডা. জুবাইদা রহমানের উপস্থিতি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছে এবং চিকিৎসা দলের সঙ্গে সমন্বয় সহজ করেছে। চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে, চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত থাকায় শাশুড়ির অবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন