রাজবাড়ীর পদ্মা নদীতে বিরল ও বিশাল আকৃতির আইড় মাছ ধরা পড়েছে, যা জেলের জালে ফাঁদে আটকা পড়ে। মাছটির ওজন প্রায় ১০ কেজি এবং এটি ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের নিকটবর্তী চর কুশাহাটা এলাকা থেকে মাছটি ধরা পড়ে। এই বিরল ধরণের মাছ দেখে স্থানীয়রা উৎসুক হয়ে সেখানে জড়ো হয়।
পরে বেলা ১১টার দিকে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছের আড়তে নিয়ে আসা হয়। আড়ৎদার আনু খাঁ জানান, জেলের কাছ থেকে কেজি প্রতি ২ হাজার ২ শত টাকায় মাছটি ক্রয় করা হয়েছে। নিলামের মাধ্যমে মাছটি বিক্রি না হওয়ায় পরে তা গোয়ালন্দ বাজারে পাঠানো হয়। মাছটি দেখে স্থানীয় ও আগত জনতার মধ্যে ব্যাপক উত্তেজনা ও আগ্রহের সৃষ্টি হয়।




