বাংলাদেশের মানবসম্পদের বড় একটি অংশ বিদেশে কাজ করলেও অধিকাংশই কম বেতনের চাকরিতে যুক্ত—এ বাস্তবতাকে সামনে এনে দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাঁর মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে না পারার প্রধান কারণ আমাদের জনশক্তির প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষার ঘাটতি।
রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, বিশ্বের বহু দেশে গিয়েই তিনি দেখেছেন, প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশিরা কাজ করছেন। কিন্তু উচ্চ দক্ষতার অভাবে একই কাজ করেও তারা বিদেশি নাগরিকদের তুলনায় অনেক কম বেতন পান। এটি রাষ্ট্রব্যবস্থার একটি ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিদেশে চাকরির ক্ষেত্রে ভাষা ও সাক্ষাৎকার দক্ষতার কোনো বিকল্প নেই। উদাহরণ হিসেবে তিনি জানান, জাপানি ভাষার এন-ফোর লেভেল অর্জনে মাত্র ছয় মাস লাগে, কিন্তু তা করতে পারলে জাপানে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়। তাই দেশের বিপুল জনশক্তিকে যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে সক্ষম করে তোলার প্রতি জোর দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশেও পররাষ্ট্র উপদেষ্টা পরামর্শ দেন। তিনি বলেন, আগামী দিনে তাদের জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে, তবে সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। লেখাপড়ায় মনোযোগী হতে হবে, কারণ জ্ঞান অর্জনের কোনো শর্টকাট পথ নেই। পাশাপাশি, ভালো পথে চলা এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্বও তুলে ধরেন তিনি।
সভায় নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




