ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু করছে সরকার

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আজ (রোববার) থেকে সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে, যার প্রতিটির জন্য সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে। এর মাধ্যমে চলতি বছরের ১ আগস্টের আগে যারা আবেদন করেছিলেন, তারা পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আইপি পেতে পারবেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। জানা গেছে, মাসখানেক আগে হঠাৎ বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায় পৌঁছায়। সরকার আমদানির অনুমতি দেওয়ায় দাম কিছুটা কমে ১০৫ থেকে ১১০ টাকায় নেমে আসে।

তবে টিসিবির হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় এখনও পেঁয়াজের দাম ১০ শতাংশ কম রয়েছে। বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ না এলেও পাতাযুক্ত পেঁয়াজ এসেছে, যা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় কেনা যাচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আমদানির অনুমতি না থাকায় মজুতদারদের কারণে পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে না এলে এবং চার-পাঁচ দিনের মধ্যে দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেছেন, দেশে প্রচুর পেঁয়াজ মজুত আছে এবং বাজারের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন