ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ ড্র: ব্রাজিল কোন গ্রুপে-প্রতিপক্ষ কারা

২০২৬ বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত হওয়ার পরই প্রকাশ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষদের নাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত বর্ণিল ড্র অনুষ্ঠানে ফুটবল পরাশক্তি ব্রাজিল পেয়েছে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক একটি গ্রুপ।

গ্রুপ সি তে ব্রাজিল: কারা প্রতিপক্ষ?

দক্ষিণ আমেরিকার এই জায়ান্টরা তাদের শক্তিমত্তা ও অভিজ্ঞতার কারণে এবারও আগেই এগিয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ব্রাজিলকে রাখা হয়েছে গ্রুপ সি–তে। তাদের তিন প্রতিপক্ষ হলো-

মরক্কো

হাইতি

স্কটল্যান্ড

গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে মরক্কোর বিপক্ষে।

৪৮ দলের নতুন ফরম্যাটে সহজ ড্রয়ের সুবিধা

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। দল সংখ্যা বাড়ায় গ্রুপ বিন্যাস তুলনামূলকভাবে ‘সহজ’ হয়েছে বলে পর্যবেক্ষণ অনেকের।

১২টি গ্রুপের কোনোটিকেই বিশেষভাবে ‘গ্রুপ অফ ডেথ’ বলা যাচ্ছে না। এই কাঠামোর ইতিবাচক প্রভাব পড়েছে ব্রাজিলের গ্রুপেও যেখানে তাদের জন্য পথটি বেশ মসৃণ মনে হচ্ছে।

ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই ড্র ব্রাজিলকে নকআউটে যাওয়ার জন্য বাড়তি সুবিধা এনে দেবে।

সংবাদটি শেয়ার করুন