ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে শুরু হচ্ছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এদিন থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উভয় সংগঠন জানিয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উভয় সংগঠন তাদের আগামী কর্মসূচি নিয়ে আলোচনার পর জনসাধারণকে পরবর্তী তথ্য জানাবে।

সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের জন্য শিক্ষকরা ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি শুরু করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন