ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এনআরসি ইস্যুতে দেশে কোনো প্রভাব পড়বে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের নাগরিকত্ব আইনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না। এ ব্যাপারে ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।

রোববার জাতীয় সংসদে অসিম কুমার উকিলের এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এই তথ্য জানান। আসাদুজ্জামান খান আরো বলেন, ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে অভাবনীয় সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও অর্জন করে যাচ্ছে। ভারতে বাংলাদেশের অবৈধ অভিবাসনের কোন যৌক্তিকতা নেই।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার নিরাপত্তায় দেশের নিরাপত্তা বাহিনী সদা সতর্কাবস্থায় সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। যেসব সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ সেসব এলাকায় সার্বক্ষণিক সমন্বিত টহল নজরদারী জোরদার করা হয়েছে। এ জন্য ১২৮ টি বর্ডার সেন্টি পোস্ট নির্মাণ করা হয়েছে।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন