ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিলের দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) অবস্থান কর্মসূচি পালন করেছে ‘পোষ্য কোটা বাতিল আন্দোলন’ নামে একটি সংগঠন।

অবস্থান কর্মসূচি পরিচালিত হয় ঢাবি ভিসি বাসভবনের সামনে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই’, ‘পোষ্য কোটা বহাল থাকে ডাকসু কি করে’।

পোষ্য কোটা বাতিল আন্দোলনের সদস্য মো. রাকিব বলেন, আমরা ডাকসু, সব হল সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর পোষ্য কোটা বাতিলের দাবিতে স্বারকলিপি দিয়েছি। তবে কোনো কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি।

তিনি আরও জানান, জনগণের করের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রাখা স্পষ্ট প্রহসন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ জন শিক্ষার্থীও পোষ্য কোটা দিয়ে ভর্তি হোক তা আমরা চাই না।

সংবাদটি শেয়ার করুন