ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরে যতজন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ জানিয়েছেন, ২০২৫ সালের ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩,১৫৫ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই তথ্য তিনি শুক্রবার লোকসভায় লিখিত উত্তরে জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ স্পষ্টভাবে যাচাই করে যে ব্যক্তি ভারতীয় নাগরিক কিনা।

ফেরত পাঠানোর কারণসমূহ

কীর্তি বর্ধন সিংহের ব্যাখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সাধারণত চার ধরনের কারণে নাগরিকদের ফেরত পাঠায়:

অবৈধভাবে দেশটিতে প্রবেশ করলে

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে

বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করলে

অপরাধমূলক দণ্ড প্রাপ্ত হলে

তিনি আরও জানান, এসব বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখে।

বছরভিত্তিক তুলনা

২০২৫ (২১ নভেম্বর পর্যন্ত): ৩,১৫৫ জন

২০২৪ সালে: ১,৩৬৮ জন

২০২৩ সালে: ৬১৭ জন

এছাড়া প্রতিমন্ত্রী জানান, কুয়েতে বর্তমানে ৩১৬ জন ভারতীয় কারাবন্দি রয়েছেন।

ভারতের নতুন কূটনৈতিক উদ্যোগ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে ইকুয়েডরে একটি নতুন মিশন খোলা হয়েছে। এছাড়া নতুনভাবে চারটি কনস্যুলেট চালু করা হয়েছে:

বোস্টন (যুক্তরাষ্ট্র)

লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)

কাজান (রাশিয়া)

ইয়েকাতেরিনবার্গ (রাশিয়া)

ভারত সরকার জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপস্থিতি বাড়ানো, কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার সুযোগ বৃদ্ধি করা।

সংবাদটি শেয়ার করুন