ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন: সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

আগামী সোমবার (৮ ডিসেম্বর) ১২ দলীয় জোট একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ১২ দলীয় জোট প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে আগামী নির্বাচন ও বিএনপি ঘোষিত ২৭২টি মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সংবাদ সম্মেলনের ঘোষণা আসে।

জোটের নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে যে নির্বাচনে অংশগ্রহণ ও সরকার গঠনের দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ এবং করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট ও স্পষ্ট বক্তব্য আগামী সোমবার সংবাদ সম্মেলনে করা হবে।

সংবাদ সম্মেলনের স্থান ও সময় আগামী ৬ ডিসেম্বর জানানো হবে। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেনসহ জোট নেতারা।

সংবাদটি শেয়ার করুন