ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের তারিখ এখনও চূড়ান্ত হয়নি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জনগণ এবং গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলেন, এখনও নির্বাচনের তফশিল ঘোষণা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তাই কেউ যদি ভোটের তারিখ সম্পর্কে কোনো তথ্য দেয়, তা কেবল ব্যক্তিগত অনুমান বা দায়িত্বশীলতার বাইরে বলা হিসেবে গণ্য হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি এবং সতর্ক করেন যে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া দেশের নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সূত্র জানায়, নির্বাচনের তফশিল নির্ধারণ এবং ঘোষণার বিষয়ে ইসি আগামী রবিবার একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফশিল ঘোষণার বিষয়ে পরামর্শ ও অনুমোদন নেওয়ার জন্য নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। রাষ্ট্রপতির দফতর থেকে ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই ইসি তফশিল চূড়ান্তভাবে ঘোষণা করতে পারে।

নির্বাচনী তফশিল ঘোষণার প্রক্রিয়া, তারিখ নির্ধারণ এবং ভোটের প্রস্তুতি নিয়ে এমন সতর্ক বার্তা দেয়ার মধ্য দিয়ে ইসি দেশে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল নির্বাচন নিশ্চিত করার জন্য গণমাধ্যম ও জনগণের সহযোগিতা কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন