মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় নির্মম নির্যাতনের শিকার আরও ৩১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে যারা দেশে ফিরতে চেয়েছেন, তাদের ৩১০ জনকে আজ সকালে চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আনা হয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার লোভে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকে বিভিন্ন সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য তাদের এই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রতিটি বাংলাদেশিকে পথ খরচা, প্রাথমিক খাদ্যসামগ্রী ও চিকিৎসা প্রদান করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর জন্য লিবিয়াস্থ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।




