বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নিজেদের নির্বাচিত সরকার গঠন করতে পারে, সেটিই বেগম জিয়ার সবচেয়ে বড় ইচ্ছা। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চি
কিৎসকরা যখন সবুজ সংকেত দেবেন, তখন তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না, কারণ তিনি সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।




