ফুটবলভক্তদের জন্য আসছে এক রোমাঞ্চকর মুহূর্ত। ল্যাটিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দল এবার মুখোমুখি হবে ঢাকায়। ল্যাটিন বাংলা সুপার কাপ ফুটবলের অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আকাঙ্ক্ষিত লড়াই।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কবে?
ল্যাটিন–বাংলা সুপার কাপে শেষ দিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দেশের অনূর্ধ্ব-২০ প্রতিনিধিত্বকারী ক্লাব দল।
তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
সময়: সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়)
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামবে সাও বার্নার্ডো ফুটবল ক্লাব (São Bernardo FC) এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব (Atlético Challon FC)। দুই দলই এই প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় এসেছে তাদের অনূর্ধ্ব-২০ স্কোয়াড নিয়ে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে যেসব দল
৫ ডিসেম্বর শুরু হওয়া ল্যাটিন-বাংলা সুপার কাপে মোট তিনটি দল অংশ নিচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল এবং স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড–রবিন ফরম্যাটে।
ম্যাচসূচি (সব ম্যাচই সন্ধ্যা ৭টায়)
৫ ডিসেম্বর: বাংলাদেশ (ফিউচার স্টার) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
৮ ডিসেম্বর: বাংলাদেশ (ফিউচার স্টার) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
বিশেষ আকর্ষণ: দুই ফুটবল কিংবদন্তি ও জেমস
শেষ দিনের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচকে কেন্দ্র করে বাড়তি রঙ যোগ করবে দুই কিংবদন্তি ফুটবল তারকার উপস্থিতি-
ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu)
আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লডিও কেনিজিয়া (Claudio Caniggia)
এ ছাড়া টুর্নামেন্টের উদ্বোধনী দিন ৫ ডিসেম্বর দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন দর্শক সুযোগ পাবেন তারকাদের সঙ্গে দেখা করার।
টিকিট কেনার নিয়ম
ল্যাটিন বাংলা সুপার কাপের সব ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। ফেসবুকে “Quicket (Quicket me)” লিখে সার্চ করলে টিকিট বিক্রির অফিসিয়াল পেইজ পাওয়া যাবে। সেখান থেকে “Get Tickets” অপশনে ক্লিক করে সহজেই টিকিট কেনা যাবে।




