অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা তা নিয়ে প্রশ্ন করা অবান্তর। তিনি জানান, যেহেতু তারেক রহমান ভোটে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তিনি বাংলাদেশের নাগরিক এবং ভোটার।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেখানে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেন, জুলাই গণহত্যার বিচার এখনও চলমান। আমরা দ্রুত ট্রায়াল শেষ করতে যা করতে পারি, সব করেছি। বিচার প্রক্রিয়ায় কোনো বিলম্ব বা বিঘ্নের সুযোগ নেই।
শৈলকূপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংস্থার সভাপতি মো. লুৎফর রহমান টুলু সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।




