দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। মামলাটি দায়ের করেছেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, ঐশী খানের নামে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয় হিসেবে দেখা যায় ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা। এর ফলে মোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার সম্পদের বিপরীতে তার বৈধ আয় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। অনুসন্ধানে আরও জানা যায়, তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।
দুদক জানায়, তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত ঠিকানায় নোটিশ পৌঁছানো যায়নি। ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে সময় বৃদ্ধির আবেদন করলে ২১ কার্যদিবসের সঙ্গে ১৫ কার্যদিবস বাড়ানো হয়, কিন্তু তবুও ঐশী খান সময়মতো বিবরণী দাখিল করেননি।
দুদক বলেছে, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে ২৭(১) ধারাও প্রযোজ্য হবে।




