রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে সব সময় তরুণরা নেতৃত্বে দাঁড়িয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মহান জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সাহসী ভূমিকা নিয়েছিল, তা গর্বের সঙ্গে স্মরণীয়।
ড. আসিফ আরও বলেন, তরুণরা শুধু অধিকার রক্ষার জন্য নয়, আদালত ও আন্তর্জাতিক মঞ্চেও ন্যায়বিচারের পক্ষে ওকালতি প্রদর্শনে সক্ষম। তিনি জানান, এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এটি আন্তর্জাতিক আইন শিক্ষার পাশাপাশি বিতর্ক ও ন্যায়বিচারের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, জেসাপ বাংলাদেশ বিশ্বে তৃতীয় বৃহত্তম জেসাপ যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এই প্রতিযোগিতা শিক্ষার্থী, কোচ, আয়োজক এবং মুট কোর্ট সমাজের নিষ্ঠার ফলাফল হিসেবে বিবেচিত।
ড. আসিফ নজরুল বলেন, জেসাপ শুধু একটি প্রতিযোগিতা নয় এটি কঠোর গবেষণা, স্পষ্ট লেখনী, কার্যকর দলবদ্ধতা এবং প্ররোচনামূলক অ্যাডভোকেসি তৈরিতে শিক্ষার্থীদের সক্ষম করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই কর্মশালা তরুণদের দক্ষতা আরও বৃদ্ধি করবে এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।




