ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫০তম বিসিএস শুরু: পিএসসির সব নির্দেশনা জানুন

৫০তম বিসিএসের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া এবং বিভিন্ন নির্দেশনা জানিয়েছে। ২৭ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১,৭৫৫ এবং নন-ক্যাডার পদ ৩৯৫। ফলে মোট ২,১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫ বেলা ১১টা ৫৯ মিনিটে। প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে হলে অনলাইনে BPSC Form-1 পূরণ করে নির্ধারিত ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য ফি ২০০ টাকা, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। আবেদন ফি ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন করার সময় প্রার্থীদের সঙ্গে থাকতে হবে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাগত তথ্য, এনআইডি, জন্মসনদ বা পাসপোর্ট, সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর, উচ্চতা, ওজন, বুকের মাপ এবং বিসিএস বিজ্ঞপ্তির কপি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফি প্রদানের আগে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে। পদসংখ্যা নতুন পদ সৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি বা অন্যান্য কারণে পরিবর্তিত হতে পারে। বিদেশি নাগরিককে বিবাহিত বা বিবাহপ্রত্যাশী প্রার্থী আবেদন করতে পারবেন না। চাকরি থেকে অপসারিত বা ইস্তফা দেওয়া প্রার্থীরাও যথাযথ নথি প্রদর্শন করে আবেদন করতে পারবেন।

প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তারা ৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি ও প্রতিবন্ধী পরিচয়পত্র জমা দিয়ে সরকারি প্রশিক্ষিত শ্রুতিলেখক সুবিধা নিতে পারবেন।

আবেদন ও বিস্তারিত নির্দেশনার জন্য প্রার্থীরা BPSC-এর ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন