বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ক্যামেরা দেখলেই বিরক্ত হন—এ কথা প্রায়ই শোনা যায়। অতীতেও বহুবার আলোকচিত্রীরা তার রোষের মুখে পড়েছেন। এবার পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে তার ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে পুরো বচ্চন পরিবারকে বয়কটের ডাক উঠেছে।
সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে জয়া বচ্চন পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল ও ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা আছে?’ পাশাপাশি তিনি মন্তব্য করেন, হাতে ফোন বা ক্যামেরা থাকলেই সাংবাদিক হওয়া যায় না; এর জন্য দরকার যথাযথ শিক্ষা ও প্রস্তুতি।
তার এসব মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন পাপারাজ্জিরা। তারা ভারতীয় গণমাধ্যমকে জানান, অমিতাভ বচ্চন প্রতি রোববার জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম না গেলেও তারা নিয়মিত সেখানে উপস্থিত থাকেন।
তাই এত অবমাননাকর শব্দচয়ন তারা মেনে নিতে পারছেন না।
তাদের অভিযোগ, জয়া বচ্চন ‘প্যাপস’ নামে যাদের সমালোচনা করেছেন, তাতে ইউটিউবার, ব্লগার এবং অনুরাগীরাও অন্তর্ভুক্ত। তাদের মতে, কারও প্রতি এতটা অবজ্ঞাসূচক আচরণ গ্রহণযোগ্য নয়। তাই আত্মসম্মানের খাতিরে বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন তারা।
জয়া বচ্চন অবশ্য বিতর্ককে তেমন গুরুত্ব দিচ্ছেন না। সম্প্রতি বিয়েকে ‘পুরোনো ধারণা’ হিসেবে উল্লেখ করে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এমনকি নাতনি নভ্যা নাভেলিকে বিয়ে না করার পরামর্শও দিয়েছেন বলে জানানোর পর বিষয়টি আরও সমালোচনার জন্ম দিয়েছে।




