ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘বিএনপি নির্বাচন বিলম্বিত হওয়া চায় না’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনিবার্য কারণ ছাড়া বিলম্বিত হোক দলটি তা চায় না।

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার অসুস্থতার কারণে তফসিল পেছানোর প্রশ্নে নজরুল ইসলামন বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না। আমরা আশা করি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। আমরা দ্রুত নির্বাচন চাই।

সংবাদটি শেয়ার করুন