ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশেষ সিন্ডিকেট সভার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের নিশ্চিত করেন, “সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জকসু নির্বাচনের চূড়ান্ত তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খুলছে এবং এ সময়ের মধ্যে বাকি সব কার্যক্রম সম্পন্ন হবে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।”

নির্বাচন কমিশন ইতোমধ্যেই জকসু নির্বাচন ২০২৫-এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে।

পরিবর্তিত তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই দিনে, ১৪ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর, মোট ১৩ দিন। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা অনুষ্ঠিত হবে ভোটগ্রহণের পরে, আর ফলাফল ঘোষণা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন