ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পের আতঙ্ক: এবার শঙ্কা ৮ মাত্রার বেশি

ঢাকাসহ পুরো দেশে ভূমিকম্পের আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর দুই সপ্তাহে অন্তত পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬:১৫ মিনিটে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। একই দিনে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৬.০ মাত্রার শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস

দেশে যে ভূমিকম্পগুলো ঘটেছে, সেগুলো মূলত ঢাকার আশপাশ থেকে উৎপন্ন হয়েছে। বিশেষ করে নরসিংদীর মাধবদী এবং পরবর্তী কম্পনগুলো নরসিংদী ও ঢাকার বাড্ডা এলাকা থেকে এসেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় ৭৬টি ভূমিকম্প ঘটেছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা ২১ নভেম্বরের নরসিংদী কম্পনকে ইন্ট্রাপ্লেট ইভেন্ট হিসেবে চিহ্নিত করেছেন।

সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ পূর্বাভাস দিয়েছেন, এবার মেইন শকের মাত্রা রিখটার স্কেলে ৭.৮ বা তার বেশি হতে পারে। এরপর যথাযথ আফটার শক থাকবে, যা ব্যাপক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।

ফল্ট লাইন ও ঝুঁকিপূর্ণ অঞ্চল

জিপিএস পরিমাপ অনুযায়ী, দেশের ফল্টগুলো প্রতি বছর কয়েক মিলিমিটার সরতে থাকে, যা ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়াচ্ছে। বিশেষত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো-

সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ (দৌকি ফল্ট)

ঢাকা ও টাঙ্গাইল (মধুপুর ফল্ট)

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকা (চট্টগ্রাম-মিয়ানমার ফল্ট)

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পর্যবেক্ষণ এবং জনসচেতনতা না থাকলে বড় ভূমিকম্পের সময় ব্যাপক ক্ষতি হতে পারে। পরিবহন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ খাত এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

দেশের ভূমিকম্প পরিস্থিতি

২১ নভেম্বর, সকাল ১০:৩৮: নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিভিন্ন ভবনে ফাটল, ১১ জনের প্রাণহানি, তিন শতাধিক আহত।

২২ নভেম্বর: পলাশ ও মাধবদীতে ৩.৩ মাত্রার ভূমিকম্প।

২৭ নভেম্বর: পলাশের ঘোড়শালে ৩.৬ মাত্রার কম্পন। একই দিনে সিলেট ও কক্সবাজারের টেকনাফে দুই দফা কম্পন অনুভূত।

১ ডিসেম্বর: ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে কম্পন। রাত ১২:৫৫ মিনিটে অনেকেই অনুভব করেন।

এছাড়াও, বঙ্গোপসাগরে প্রায় প্রতিদিন স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন