ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে বার্ষিক পরীক্ষা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ। বৃহস্পতিবার সকালে মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা লাগানো হয়, কিন্তু ৭০২ শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত হওয়ার সুযোগ না দিতে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতুড়ি ও ইলেকট্রিক মেশিন ব্যবহার করে তালা ভেঙে পরীক্ষা পরিচালনা করেন। একই পরিস্থিতি রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা যায়, যেখানে সহকারী শিক্ষকরা পরীক্ষা না নেওয়ায় একমাত্র জ্যেষ্ঠ শিক্ষকই পুরো পরীক্ষা চালান।

উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১৬ জন সহকারী শিক্ষক বৃহস্পতিবার সকাল থেকে অফিসকক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। তবুও ইউএনওর চাপ, প্রধান শিক্ষক ও কর্মচারীদের প্রভাব এবং অভিভাবকদের উদ্বেগের কারণে অনেক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়।

এ বিষয়ে ইউএনও কাউসার হামিদ জানান, “পরীক্ষা বন্ধ রাখা যাবে না। সরকার শিক্ষকদের দাবির ব্যাপারে আন্তরিক, তবে স্কুলটি আমার উপজেলা পরিষদের সামনে, তাই তালা ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন