বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাতের পর বা আগামী ভোরে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে কথা বলেন তিনি।
ডা. জাহিদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও, বলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থাকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, তিনি আবারও সবার মাঝে ফিরবেন।”
তিনি আরও জানান, লন্ডনে যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পুরো ভ্রমণজুড়ে তার সঙ্গে থাকবেন।




