বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। তাই বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতা অপরিহার্য। আসুন সবাই তার জন্য দোয়া করি।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছেন। জনগণের ভালোবাসায় তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ আজ এই মানুষটি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, তিনি আগের তুলনায় কিছুটা ভালো আছেন।”
সাবেক এই সংসদ সদস্য সবাইকে আহ্বান জানান, “আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন ও সুস্থতা দিতে পারেন। আসুন সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করুন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে আসা পর্যন্ত আমার পথপ্রদর্শক তিনি। এই মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক বা বিদ্বেষমূলক কার্যক্রমে লিপ্ত হননি। দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য তিনি ক্ষমতার বাইরে থেকেও, ক্ষমতায় থেকেও অবদান রেখেছেন।
অনুষ্ঠানটি আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া মো. আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।




