ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় চেয়ে ইসির চিঠি 

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব জানান, সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত হলে তা ইসি ও রাষ্ট্রপতির কার্যালয়ের সমন্বয়ে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, এ সাক্ষাতের মাধ্যমে নির্বাচন কমিশন দেশের সাম্প্রতিক নির্বাচনী প্রস্তুতি, ভোট প্রক্রিয়া এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবে।

এদিকে, ইসি সূত্র জানায়, এবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিছু প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করতে পারে, যা দেশের নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাতের বিষয়টি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি কমিশনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি যোগাযোগ ও নির্বাচনী কর্মকাণ্ডের স্বচ্ছতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সংবাদটি শেয়ার করুন