ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেগম খালেদা জিয়া আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন। এর জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।

উল্লেখ্য, চিকিৎসকসহ মোট ১৪ জন তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন।

এর আগে, গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্য চেয়ে একটি চিঠি প্রেরণ করেছিলেন। কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, তারা বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত। বর্তমানে সেই পরিকল্পনা অনুযায়ী লন্ডনে পাঠানোর ব্যবস্থা চলছে।

সংবাদটি শেয়ার করুন